
ছবি সংগৃহীত
ঢাকার রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় রাসায়নিকের গুদামে লাগা আগুন ২৪ ঘণ্টা পার হলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুনের সূত্রপাত ঘটে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার কিছু পর। বুধবার সকাল সাড়ে ১০টায়ও গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাসায়নিক থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে জটিলতা তৈরি হয়েছে। এখনও বলা যাচ্ছে না কত সময় লাগবে। আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বুয়েটের অধ্যাপক ইয়াসির আরাফাতের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল।
রাসায়নিক গুদামের বিপরীত পাশে অবস্থিত চারতলা একটি পোশাক কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে, যা মঙ্গলবারই নেভানো হয়। ভবনটি থেকে ১৬টি পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার কথা বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী এক স্থানীয় বাসিন্দা জানান, রাসায়নিক গুদামে আগুন লাগার পর আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ে সামনের ভবনে। সময়মতো বুঝতে না পারায় অনেকেই বের হতে পারেননি।
এদিকে রাসায়নিক গুদামের মালিক শাহ আলম ঘটনার পর থেকেই পলাতক। স্থানীয়রা জানান, এলাকায় তার একাধিক গুদাম রয়েছে।