
ছবি সংগৃহীত
ঢাকা মেট্রোরেল (এমআরটি লাইন–৬) এখন সকাল ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত চলবে। বাড়তি যাত্রীচাপ সামাল দিতে শিগগিরই আরও ১০টি অতিরিক্ত ট্রিপ চালুর পরিকল্পনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বাড়তি যাত্রীচাপ
ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছেন, সারাদিন যাত্রীর চাপ এত বেশি যে অনেক সময় যাত্রীদের জায়গা দেওয়া যায় না। বিশেষ দিনে মেট্রোরেলে যাত্রীসংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়ে যায়।
নতুন ট্রিপ ও সময়সূচি
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় সুইপিং ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে যাত্রী তুলতে শুরু করবে। এরপর উত্তরা থেকে সকাল ৭টায় দ্বিতীয় ট্রিপ ছাড়বে। বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে।
রাতে ছয়টি অতিরিক্ত ট্রেন চলবে। নতুন সূচিতে উত্তরা থেকে রাত ৯টা ১০, ৯টা ২০ ও ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ৯টা ৫০, ১০টা ও ১০টা ১০ মিনিটে ট্রেন ছাড়ার প্রস্তাব রয়েছে।
কোচ বাড়াতে বাধা
প্রতিটি ট্রেনে ৬টি করে কোচ থাকলেও সেটিকে ৮ কোচে বাড়ানো যাচ্ছে না। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের অভাব, অতিরিক্ত ব্যয় এবং বিদ্যুতের চাপ। বর্তমানে একটি ট্রেনে সর্বোচ্চ ২ হাজার ৩০০ যাত্রী পরিবহন সম্ভব। নতুন ১০টি ট্রিপ চালু হলে দিনে বাড়তি ২৩ হাজার যাত্রী পরিবহন করা যাবে।
ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন জানান, “বিষয়টি নিয়ে স্টাডি চলছে। শেষ হলে বিস্তারিত জানানো হবে। আমরা চেষ্টা করছি।”