সোমবার ১৩ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরাতে পুলিশের লাঠিপেটা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৮, ১২ অক্টোবর ২০২৫

প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরাতে পুলিশের লাঠিপেটা

ছবি সংগৃহীত

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ। আন্দোলনকারীদের সরাতে সাউন্ড গ্রেনেড জলকামানও ব্যবহার করা হয়। এতে কয়েকজন আহত হয়েছেন।

১২ অক্টোবর সকাল ৮টা থেকেএমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে তিন দফা দাবিতে আন্দোলন শুরু হয়। দাবিগুলো হলো:

  • মূল বেতনের ২০% বাড়িভাড়া ভাতা,
  • শিক্ষক-কর্মচারীদের জন্য দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা,
  • কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% করা।

বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেওয়ায় প্রেসক্লাবের সামনে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর দেড়টার দিকে পুলিশ পাঁচ মিনিটের আলটিমেটাম দিয়ে আন্দোলনকারীদের রাস্তা ছাড়তে বলে। আন্দোলনকারীরা তা না মানায় পুলিশ লাঠিপেটা জলকামান ছোড়ে।

শিক্ষকেরা জানিয়েছেন, দাবিপূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়