সোমবার ১৩ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৮, ৯ অক্টোবর ২০২৫

মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি

ছবি সংগৃহীত

রাজধানীর মালিবাগে ফরচুন শপিংমলের শম্পা জুয়েলারি থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বোরকা পরা দুই চোর দোকানের শাটারের তালা কেটে সোনা নিয়ে যায়।

চুরির ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৩টার দিকে। দোকানের মালিক অচিন্ত কুমার বিশ্বাস জানান, দোকানে প্রায় ৪০০ ভরি বিক্রয়ের সোনা ১০০ ভরি বন্ধকি সোনা ছিল। এছাড়া প্রায় ৪০ হাজার টাকা নগদও লুট হয়েছে।

তিনি বলেন, “রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে দারোয়ানের ফোনে জানতে পারি, দোকানের সবকিছু গায়েব।

রমনা থানার ওসি গোলাম ফারুক জানান, ঘটনাটি তদন্তে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে গত অক্টোবর যাত্রাবাড়ীতে দেয়াল কেটে আরেক জুয়েলারি দোকান থেকে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার নগদ পৌনে লাখ টাকা চুরি হয়েছিল। পুলিশ বলছে, দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়