
ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে রিট করা এক ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
মঙ্গলবার সকালে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেটওয়ার্কের সদস্যরা। তারা হুমকিদাতা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেনকে যথাযথ প্রক্রিয়ায় শাস্তির আওতায় আনার আহ্বান জানান।
এসময় শিক্ষক নেটওয়ার্ক প্রশাসনের কাছে ১৩ দফা দাবি তোলে। এর মধ্যে রয়েছে—ডাকসু নির্বাচনে পর্যাপ্ত বুথ নিশ্চিত করা, ভোটের সময়সীমা বাড়ানো, নির্বাচনী আচরণবিধি নিরপেক্ষভাবে বাস্তবায়ন, সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ সরাসরি নিপীড়নবিরোধী সেলে নিষ্পত্তির ব্যবস্থা করা।
শিক্ষক নেটওয়ার্ক জানায়, ২০১৯ সালের মতো আসন্ন ডাকসু নির্বাচনেও তারা স্বতন্ত্রভাবে পর্যবেক্ষকের ভূমিকা পালন করবে।