
ছবি সংগৃহীত
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা বিশেষ নজরদারি চালিয়েছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাত থেকে বাড়ানো হয় টহল ও চেকপোস্ট।
পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, প্রতিদিনই টহল ও চেকপোস্ট থাকে, তবে ভোরের সময়টিকে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে। টানা পার্টি, ছিনতাইকারী ও নাশকতাকারীরা সাধারণত ভোরে সক্রিয় থাকে।
আইনশৃঙ্খলা বাহিনীর আরেক কর্মকর্তা জানান, একটি পক্ষ গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের ওপরও নজর রাখা হচ্ছে।
এরই মধ্যে বনানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই ধরনের কর্মসূচি এর আগে ধানমন্ডিতেও হয়েছিল।
রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধী চক্র সক্রিয় হয়ে উঠেছে। রাতে টহল কম থাকায় এসব অপরাধ বাড়ছে। বিশেষ করে যাত্রাবাড়ী, গুলিস্তান, মোহাম্মদপুর, ধানমন্ডি ও উত্তরার বিভিন্ন এলাকায় ছিনতাইকারীদের তৎপরতা বেশি।
রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানিয়েছেন, অপরাধ দমনে বাড়তি টহল, চেকপোস্ট ও দায়িত্বে অবহেলা ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে।