ছবি সংগৃহীত
ফিলিস্তিনি সংগঠন হামাস জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও ১৩ জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। এর আগে সকালে ৭ জনকে হস্তান্তর করা হয়। এ নিয়ে মোট ২০ জীবিত ইসরায়েলি নাগরিক মুক্তি পেলেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
তবে এ বিষয়ে এখনো ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) বা রেড ক্রসের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। একইভাবে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি মুক্তির বিষয়েও কোনো সরকারি নিশ্চিতকরণ মেলেনি।
এদিকে বন্দি বিনিময়ের মধ্যেই ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেন গুরিয়ন বিমানবন্দরে নেমে তিনি বলেন, “এটা একটা দারুণ দিন।” ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার উত্তরে বলেন, “এটা ইতিহাস।”
ট্রাম্প মিশরে অনুষ্ঠিতব্য যুদ্ধবিরতি সম্মেলনে যোগ দেবেন, যেখানে অন্তত ২০ দেশের নেতারা উপস্থিত থাকবেন। বিশ্লেষকদের মতে, এই সম্মেলন গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।































