সোমবার ১৩ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

নগর প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৫, ৬ অক্টোবর ২০২৫

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

ছবি সংগৃহীত

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এ নিষেধাজ্ঞা বাংলাদেশ সচিবালয় সংলগ্ন এলাকা এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশ—হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং—অবধি এলাকাজুড়ে প্রযোজ্য হবে।

ডিএমপি সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়