
ছবি সংগৃহীত
দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ১২ অক্টোবর ২০২৫, রোববার সকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
এক মাসব্যাপী এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। শুরুতে দেশের ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে দুপুর আড়াইটা পর্যন্ত শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। পরবর্তী ১০ দিন শুধুমাত্র স্কুল শিক্ষার্থীদের টিকা প্রদান চলবে।
জন্মসনদ না থাকলেও শিশুরা টিকা পাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান ভিকারুননিসা নুন স্কুলে পৃথকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।
এই টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সংগ্রহ করা হয়েছে, গ্যাভির সহায়তায়।