সোমবার ১৩ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সেফ এক্সিট খুঁজছি না, আমি দেশেই থাকব: উপদেষ্টা রিজওয়ানা হাসান

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৩, ৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৭:৫৫, ৮ অক্টোবর ২০২৫

সেফ এক্সিট খুঁজছি না, আমি দেশেই থাকব: উপদেষ্টা রিজওয়ানা হাসান

ছবি সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিনি কোনো ‘সেফ এক্সিট’ খুঁজছেন না এবং দেশেই থাকবেন।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে—নাহিদ ইসলামের এই বক্তব্য তাকেই প্রমাণ করতে হবে। আমি কোনো এক্সিট খুঁজছি না। দেশেই ছিলাম, বাকিটা জীবনও বাংলাদেশেই কাটাবো।”

নবগঠিত রাজনৈতিক দলের সঙ্গে সরকারের সম্পর্ক নিয়ে তিনি বলেন, “সকল রাজনৈতিক দলের মতো সেই দলের সঙ্গেও সরকারের ভালো সম্পর্ক আছে। নাহিদ ইসলাম কী কারণে বা কোন অভিমান থেকে এ মন্তব্য করেছেন, সেটা তাদের দলের বিষয়। অনানুষ্ঠানিক বক্তব্য নিয়ে সরকারের মন্তব্য করার সুযোগ নেই।” তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নানা বিষয়ে মন্তব্য করতেই পারে, সেটাই গণতন্ত্রের অংশ।

“প্রতিটা বিষয়ে প্রতিক্রিয়া দেখাতে গেলে মন্ত্রণালয়ের কাজ করা সম্ভব নয়।” নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা জানান, “এই অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন হবে। দেশের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিচার তার গতিতেই চলছে, আমরা চাই সঠিক বিচার হোক।”

রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে এবং অনেক বিষয়ে অগ্রগতি আছে। তবে প্রতিটি বক্তব্য বা মতামত নিয়ে সরকার আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে—এমনটি নয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়