
ছবি সংগৃহীত
রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতার আন্দোলনের সময় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার সাক্ষ্য দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তাঁর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।
প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম জানিয়েছেন, আসিফ মাহমুদ রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন।
গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে তাঁদের হত্যা করা হয়, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত।
এ ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা চলছে। এর মধ্যে চারজন পলাতক এবং চারজন গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। এখন পর্যন্ত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।