সোমবার ১৩ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

চানখাঁরপুলে ছয় খুন:

আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ৯ অক্টোবর ২০২৫

আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ছবি সংগৃহীত

রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতার আন্দোলনের সময় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার সাক্ষ্য দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তাঁর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।

প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম জানিয়েছেন, আসিফ মাহমুদ রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন।

গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে তাঁদের হত্যা করা হয়, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত।

এ ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা চলছে। এর মধ্যে চারজন পলাতক এবং চারজন গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। এখন পর্যন্ত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়