সোমবার ১৩ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রশিদের স্পিনে সিরিজ হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৪১, ১২ অক্টোবর ২০২৫

রশিদের স্পিনে সিরিজ হারলো বাংলাদেশ

ছবি সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে টানা চতুর্থ ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ। আবুধাবির জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮১ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়ায় মেহেদী হাসান মিরাজের দল।

বোলারদের দারুণ পারফরম্যান্সে আফগানদের ১৯০ রানে থামালেও বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে ইনিংস গুটিয়ে যায় মাত্র ১০৯ রানে। আফগানিস্তানের রশিদ খান মাত্র ১৭ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

বাংলাদেশের ব্যাটিংয়ে তানজিদ (০), শান্ত (৭), মিরাজ (৪), সোহান (১৫), হৃদয় (২৪), জাকের (১৮) ছাড়া কেউই তেমন অবদান রাখতে পারেননি।

এর আগে আফগানদের হয়ে ইব্রাহিম জাদরান ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। বাংলাদেশি স্পিনারদের মধ্যে মিরাজ ৩টি, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন।

এই হারে বাংলাদেশ শেষ ১১ ওয়ানডের ১০টিতে হারলো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়