সোমবার ১৩ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সূর্যকুমারের সোজাসাপ্টা মন্তব্য: ‘ভারত–পাকিস্তান দ্বৈরথ এখন আর নেই’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬, ২২ সেপ্টেম্বর ২০২৫

সূর্যকুমারের সোজাসাপ্টা মন্তব্য: ‘ভারত–পাকিস্তান দ্বৈরথ এখন আর নেই’

ছবি সংগৃহীত

চলমান এশিয়া কাপে টানা দুই ম্যাচে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, ভারত–পাকিস্তান লড়াই এখন আর প্রতিদ্বন্দ্বিতা নয়। গ্রুপ পর্বে ৭ উইকেটের জয় ও সুপার ফোরে ৬ উইকেটের জয়ের পর এই মন্তব্য করেন তিনি।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এক পাকিস্তানি সাংবাদিক ভারত–পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করলে সূর্যকুমার বলেন, “আমার মনে হয় এবার সবার উচিত এই ম্যাচকে নিয়ে প্রশ্ন করা বন্ধ করা। যদি দুই দল ১৫–২০ ম্যাচ খেলে এবং ফলাফল কাছাকাছি হয়, তবে তাকে লড়াই বলা যায়। কিন্তু যখন স্কোরলাইন হয় ১৩–০ বা ১০–১, তখন সেটাকে দ্বৈরথ বলা যায় না।”

সুপার ফোরের ম্যাচের আগেও পাকিস্তানের নাম মুখে আনেননি ভারতীয় অধিনায়ক। তিনি বারবার এটিকে “আরও একটা ম্যাচ” হিসেবেই উল্লেখ করেছিলেন। পাকিস্তানকে হারানোর পর তার এই সোজাসাপ্টা মন্তব্য ঘিরে ইতিমধ্যেই আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। এর আগে কোনো ভারতীয় অধিনায়ক এত খোলাখুলি এ ধরনের মন্তব্য করেননি।

গত দেড় দশকে পাকিস্তানের বিপক্ষে ভারতের দাপট স্পষ্ট। এই সময়ে দুই দলের ৩১ ম্যাচের ২৩টিতেই জয় ভারতের। তবে সব ফরম্যাটের সামগ্রিক পরিসংখ্যানে এখনো পাকিস্তান এগিয়ে। দুই দেশের মধ্যে হওয়া ২১০ আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তান জিতেছে ৮৮টিতে, ভারত ৭৮টিতে, বাকিগুলো ড্র। টেস্টে পাকিস্তান এগিয়ে (১২ জয়, ভারতের ৯ জয়, ৩৮ ড্র), ওয়ানডেতে ভারত এগিয়ে (ভারতের ৫৮ জয়, পাকিস্তানের ৪৩ জয়), আর টি–টোয়েন্টিতে ভারতের পরিষ্কার আধিপত্য—১৫ ম্যাচে ১১ জয়, পাকিস্তানের জয় মাত্র ৩টিতে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়