সোমবার ১৩ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিসিবি নির্বাচন: উত্তাপে ক্লাব ক্যাটাগরি, ভোটার উপস্থিতি তুলনামূলক কম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ৬ অক্টোবর ২০২৫

বিসিবি নির্বাচন: উত্তাপে ক্লাব ক্যাটাগরি, ভোটার উপস্থিতি তুলনামূলক কম

ছবি সংগৃহীত

সব নাটকীয়তা ও বিতর্ক পেছনে ফেলে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন। সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে ভোটগ্রহণ, যা নির্ধারণ করবে আগামী চার বছরের জন্য দেশের ক্রিকেটের নেতৃত্বে কারা আসছেন।

এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত অংশ ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি–২)। এখান থেকেই ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের ১২ জন নির্বাচিত হন। ৭৬ জন ক্লাব কাউন্সিলরের ভোটে এবার ১৫ জন প্রার্থীর মধ্যে ১২ জনকে বেছে নেওয়া হবে।

তবে দুপুর পর্যন্ত এই ক্যাটাগরির ভোটার উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম।

এর আগে সরকারি হস্তক্ষেপ, গণ–প্রত্যাহার, এবং ১৫টি ক্লাবের ভোটাধিকার নিয়ে আদালতের রায়–রিটের কারণে নির্বাচন প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছিল নানা বিতর্ক।

সব মিলিয়ে আজ মোট ১৫৬ জন কাউন্সিলর ভোট দিচ্ছেন। ক্যাটাগরি–৩ (সাবেক ক্রিকেটার ও অন্যান্য সংস্থা) থেকেও একজন পরিচালক নির্বাচিত হবেন।

ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ফলাফল ঘোষণার কথা রয়েছে রাতেই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়