ছবি সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কে উন্নত চিকিৎসার জন্য শিগগিরই লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, মধ্যরাতের পর বা শুক্রবার সকালে তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
ডা. জাহিদ জানান, লন্ডনে পৌঁছানোর পর ইতিমধ্যে একটি হাসপাতালে তাঁকে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ দীর্ঘস্থায়ী জটিলতায় ভুগছেন।
গত ৭ জানুয়ারি গতবারও উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন; ১১৭ দিন পর দেশে ফিরে আসে। এবার আবার বিদেশ যেতে রাজি হয়েছে পরিবার।
চাইলে এই বিষয়েও আমি একটি হেডলাইনসহ পূর্ণসংখ্যার সংক্ষিপ্ত সংবাদ তৈরি করে দিতে পারি।































