বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বাংলাদেশে পেপ্যাল চালুর প্রস্তুতি

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭, ৩ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশে পেপ্যাল চালুর প্রস্তুতি

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তাঁর মতে, পেপ্যাল চালু হলে ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা সহজে আন্তর্জাতিক লেনদেন করতে পারবেন এবং রপ্তানি আয়ের টাকা দ্রুত দেশে আনা সম্ভব হবে।

মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই আয়োজিত অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে গভর্নর এ তথ্য দেন। অনুষ্ঠানে কৃষিখাতে অবদানের জন্য আট ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।

গভর্নর বলেন, আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্ম না থাকায় অনেক ফ্রিল্যান্সার বিদেশি পেমেন্ট আনতে বিড়ম্বনায় পড়েন। পেপ্যাল চালু হলে এই সমস্যা দূর হবে। তিনি নগদ লেনদেন কমানোর প্রয়োজনীয়তাও তুলে ধরেন, কারণ নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে এবং বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয় এর ব্যবস্থাপনায়।

তিনি আরও জানান, কৃষি খাতে ঋণের প্রবাহ বাড়াতে হবে। বর্তমানে মোট ঋণের মাত্র ২ শতাংশ কৃষিতে যাচ্ছে, যা ১০ শতাংশে উন্নীত করার প্রয়োজন রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়