ছবি সংগৃহীত
মার্কিন সরকার আফগানিস্তান, ইয়েমেন ও হাইতিসহ মোট ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে। ইউএসসিআইএসের একটি অভ্যন্তরীণ স্মারকে জানানো হয়েছে, এসব দেশের গ্রিন কার্ড ও নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া আপাতত এগোবে না।
এ সিদ্ধান্ত আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ভ্রমণ-নিষেধাজ্ঞার পর। নিষিদ্ধ দেশগুলোর তালিকায় ভেনেজুয়েলা, সুদান ও সোমালিয়াও রয়েছে।
একজন আফগান নাগরিককে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনার পর শীর্ষ কর্মকর্তারা অভিবাসন নিয়ন্ত্রণ আরও কঠোর করার ইঙ্গিত দিয়েছিলেন। স্মারকে বলা হয়, সন্ত্রাসীদের আশ্রয় রোধে অতিরিক্ত যাচাই প্রয়োজন।
আইন বিশেষজ্ঞরা বলছেন, আকস্মিক এই সিদ্ধান্তে বহু আবেদনকারী অনিশ্চয়তায় পড়েছেন। এমনকি নাগরিকত্ব পরীক্ষা পাস করা অনেকের ফাইলও স্থগিত হয়ে গেছে।
এদিকে রিপোর্টে জানানো হয়েছে, মিনেসোটায় বসবাসরত সোমালি অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের পরিকল্পনা করছে ফেডারেল কর্তৃপক্ষ। স্থানীয় নেতারা তাতে আপত্তি জানিয়েছেন।































