ছবি সংগৃহীত
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আলোচনাবিহীনভাবে ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সচিবালয়ে তিনি জানান, যদি ব্যবসায়ীরা শাস্তিযোগ্য অপরাধ করে থাকে, সরকার দৃশ্যমান পদক্ষেপ নেবে এবং সব আইনি সুযোগ ব্যবহার করা হবে।
তিনি বলেন, ব্যবসায়ীরা দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও সরকার আগে থেকে জানত না। এর আগে ব্যবসায়ীরা দাম বাড়াতে চাইলে সরকার তা গ্রহণ করেনি এবং ব্যবস্থা নিয়েছিল। উপদেষ্টা জানান, যৌক্তিক কারণ থাকলে আলোচনা করা হবে, তবে হঠাৎ দাম বাড়ানো মেনে নেওয়া যাবে না।
ক্যাব সভাপতি এ এইচ এম সফিকুজ্জামানও বলেছেন, সরকারের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই দাম বাড়ানো আইনবিরুদ্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বাজার মনিটরিং আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও বলেন।
সম্প্রতি ঘোষণা ছাড়া সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বেড়েছে। নতুন পাঁচ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৯৬৫ টাকায়, আগের দাম ছিল ৯২২ টাকা। বোতলজাত এক লিটার তেলের দাম ১৯৮ টাকা, যা আগে ছিল ১৮৯ টাকা।































