ছবি সংগৃহীত
দেশের স্বার্থে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই একটি নির্ভরযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে।
বুধবার আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনে তিনি এসব কথা বলেন।
সানাউল্লাহ বলেন, অতীতের নানা ঘটনায় নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি কাটিয়ে একটি বিশ্বাসযোগ্য ব্যবস্থা গড়ে তুলতে সমন্বিত জাতীয় উদ্যোগ জরুরি। তাঁর ভাষায়, এই নির্বাচন ভবিষ্যৎ গণতান্ত্রিক পথচলার ভিত্তি তৈরি করবে।
সাংবাদিকদের ভূমিকাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচনে প্রধান নিয়ামক শক্তি হলো সংবাদমাধ্যম। তথ্য প্রচারে দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ইসি সচিব আখতার আহমেদসহ কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।































