ছবি সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাঁর নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে কারও নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণ নেই। তিনি জানান, “সবার জন্যই আমরা প্রস্তুত। বিশেষ কারও জন্য বিশেষ নিরাপত্তা দরকার হলে সেটিও দিতে আমরা প্রস্তুত।”
তবে কোর কমিটির বৈঠকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আলোচনায় আসেনি বলে জানান তিনি।
এদিকে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন।































