সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৫০, ৮ অক্টোবর ২০২৫

আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ছবি সংগৃহীত

আবুধাবিতে আজ শুরু হচ্ছে বাংলাদেশআফগানিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। চেনা মাঠে চেনা প্রতিপক্ষের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ। টানা চারটি টি২০ জয়ে আফগানদের বিপক্ষে মনোবলও এখন অনেক উঁচুতে।

বাংলাদেশ দলে আজ অভিষেক হতে পারে সাইফ হাসানের। টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা এই ব্যাটার টি২০ দলে নিজেকে প্রমাণ করেছেন, এবার সুযোগ পাচ্ছেন ওয়ানডেতে। তাঁর সঙ্গে ওপেনিংয়ে থাকবেন তানজিদ হাসান তামিম।

তিন মাস পর ওয়ানডে খেলতে নামছেন মেহেদী হাসান মিরাজরা। তবে কন্ডিশন বা পিচে নতুন কিছু নেইদলটি প্রায় এক মাস ধরে এখানেই অনুশীলন করছে। লিটন দাসের অনুপস্থিতিতে মিডল অর্ডারে থাকবেন তৌহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান জাকের আলী।

অন্যদিকে, আট মাস পর ওয়ানডেতে ফিরছে আফগানিস্তান। দলে নেই ফজলহক ফারুকি, গুলবাদিন নায়েব মোহাম্মদ নুর। স্পিন আক্রমণে থাকছেন রশিদ খান মোহাম্মদ নবি। নতুন মুখ হিসেবে আছেন পেসার বশির আহমেদ আব্দুল্লাহ আহমেদজাই।

দুই দলের চারটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ এখন পর্যন্ত সমতায় (-) মোট মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে ১১- ব্যবধানে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শামীম হোসেন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ:

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), ডারউশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নানগেয়েলিয়া খারোত বশির আহমাদ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়