সোমবার ১৩ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাইফের ঝড়ে বড় জয়, আফগানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৪, ৬ অক্টোবর ২০২৫

সাইফের ঝড়ে বড় জয়, আফগানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

ছবি সংগৃহীত

আফগানদের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেছেন সাইফ হাসান। তার ব্যাটে ভর করে সিরিজের তৃতীয় ও শেষ টি–২০ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ।

রোববার (৫ অক্টোবর) শারজাহতে ১২ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে জাকের আলীর দল। তিন ম্যাচেই জিতে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তানকে।

প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে। শুরু থেকেই বোলাররা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। শরিফুল, সাইফউদ্দিন, নাসুমদের বোলিংয়ে প্রথম ৬ ওভারে তিন উইকেট হারায় আফগানরা। এক পর্যায়ে ৯৮ রানে হারায় ৮ উইকেট।

দারভিশ রাসুলি (৩২) ও মুজিব উর রহমান (২৩*) কিছুটা লড়লেও বড় স্কোর গড়তে পারেনি দলটি।

বাংলাদেশের হয়ে সাইফউদ্দিন ৩ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। নাসুম আহমেদ ও তানজিম সাকিব নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট হাতে ঝড় তোলেন সাইফ হাসান। ৩৮ বলে ৬৪ রানের ইনিংসে আসে ২টি চার ও ৭টি ছক্কা। তানজিদ তামিম করেন ৩৩ রান, নুরুল হাসান অপরাজিত থাকেন ১০ রানে।

ম্যাচ সেরার পুরস্কার পান সাইফ হাসান।

এই জয়ে সিরিজের তিন ম্যাচেই জয় তুলে নিয়ে আফগানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়