সোমবার ১৩ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, দুই দেশের পাল্টাপাল্টি দাবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০২, ১২ অক্টোবর ২০২৫

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, দুই দেশের পাল্টাপাল্টি দাবি

ছবি সংগৃহীত

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে শনিবার রাতে ভয়াবহ সংঘর্ষে উভয় পক্ষই বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছে। কাবুল বলছে, তাদের অভিযানে ৫৮ পাকিস্তানি সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছেন। অন্যদিকে ইসলামাবাদ দাবি করেছে, তারা আফগান সীমান্তের ১৯টি ফাঁড়ি দখল করেছে।

সংঘর্ষের সূত্রপাত ঘটে কাবুলে পাকিস্তানের বিমান হামলার পর, যা দুই দেশের সম্পর্ককে আরও উত্তেজিত করেছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগান বাহিনী প্রতিশোধমূলক অভিযানে পাকিস্তানের কয়েকটি ফাঁড়ি দখল করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে। তবে এতে ২০ জনের বেশি তালেবান সেনা হতাহত হয়েছেন। পাকিস্তান এখনো কাবুলের এই দাবি নিয়ে মন্তব্য করেনি।

পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, তাদের সেনারা আফগান সীমান্তের ১৯টি ফাঁড়ি নিয়ন্ত্রণে নিয়েছে। কিছু আফগান যোদ্ধা নিহত হয়েছেন, বাকিরা পালিয়ে গেছেন। পিটিভিতে প্রচারিত ফুটেজে দেখা যায়, কুররাম সীমান্তে আফগান ফাঁড়িগুলোয় আগুন জ্বলছে এবং কিছু সেনা আত্মসমর্পণ করেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি অভিযোগ করেন, আফগান বাহিনী বিনা উসকানিতে বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, পাকিস্তান দ্রুত ও কার্যকর জবাব দিয়েছে এবং কোনো উসকানি সহ্য করা হবে না।

অন্যদিকে ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগানিস্তান তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে, যারা ভারতের সহযোগিতায় পাকিস্তানে হামলা চালাচ্ছে। নয়াদিল্লি এ অভিযোগ অস্বীকার করেছে। তালেবান বলছে, তাদের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। খবর - আল–জাজিরা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়