সোমবার ১৩ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ শিক্ষার্থী বহিষ্কার

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৮:০১, ৫ অক্টোবর ২০২৫

কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ শিক্ষার্থী বহিষ্কার

ছবি সংগৃহীত

পবিত্র কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী অপূর্বকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় মামলা করার সিদ্ধান্তও জানিয়েছে। এরই মধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।

শনিবার ক্যাম্পাসে কোরআন অবমাননার অভিযোগে শিক্ষার্থী অপূর্বকে হাতে-নাতে ধরে মারধর করেন উপস্থিত কয়েকজন। পরে প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ওই সময় সাধারণ শিক্ষার্থীরা সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং সম্প্রীতির পরিবেশ বজায় রেখেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়