
ছবি সংগৃহীত
পবিত্র কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী অপূর্বকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় মামলা করার সিদ্ধান্তও জানিয়েছে। এরই মধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।
শনিবার ক্যাম্পাসে কোরআন অবমাননার অভিযোগে শিক্ষার্থী অপূর্বকে হাতে-নাতে ধরে মারধর করেন উপস্থিত কয়েকজন। পরে প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ওই সময় সাধারণ শিক্ষার্থীরা সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং সম্প্রীতির পরিবেশ বজায় রেখেছেন।