মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫, ১৪ অক্টোবর ২০২৫

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি জানান, নির্বাচন বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ১৯ অক্টোবরের মধ্যে তফসিলভুক্ত প্রতীকের মধ্য থেকে একটি বেছে নিতে হবে এনসিপিকে। তা না হলে কমিশন নিজ বিবেচনায় প্রতীক নির্ধারণ করবে।

ইসি সচিব আরও জানান, এনসিপির সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে এবং কমিশন তার পূর্বের অবস্থানেই রয়েছে। তিনি বলেন, প্রবাসী ভোটারদের বিষয়ে পুরনো ১১টি দেশের পাশাপাশি নতুন করে আরও চারটি দেশে ভোটার হালনাগাদের কাজ শুরু হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে ভোটার অ্যাপ চালুর আশা রয়েছে।

এ ছাড়া নতুন ১২টি রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সচিবালয় ও মাঠ পর্যায়ে চলমান রয়েছে। তবে গণভোট বিষয়ে এখনও কমিশনে কোনো প্রস্তাব উপস্থাপন হয়নি বলেও জানান তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়