ছবি সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন।
এর আগে সেখানে জাতীয় স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন তারেক রহমান।
সালাহউদ্দিন বলেন, বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা এবং কৌশল নিয়ে আলোচনা হয়েছে। তাঁর ভাষায়, “তিনি শিগগিরই আসবেন, ইনশাআল্লাহ।”































