বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার জন্য নিরাপত্তা জোরদার

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:০০, ২ ডিসেম্বর ২০২৫

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার জন্য নিরাপত্তা জোরদার

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, রোগীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য সোমবার রাত ২টা থেকে প্রধান ফটকের সামনে পুলিশ ব্যারিকেড দিয়েছে। অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না।

হাসপাতালের আশপাশেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে শান্ত নিয়ন্ত্রিত পরিবেশ বজায় থাকে এবং খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করা যায়।

এর আগে তাঁকে সরকারঅতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VIP) ঘোষণা করে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি জটিলতায় ভুগছেন। হৃৎপিণ্ড ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর ২৩ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞরা তাঁর চিকিৎসায় যুক্ত আছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সোমবার দুপুরে জানান, খালেদা জিয়ার অবস্থা এখনো খুবই গুরুতর। তাঁর ভাষায়, “সিসিইউ, আইসিইউ বা ভেন্টিলেশনযাই বলি না কেন, ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। জাতির কাছে শুধু দোয়া চাই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়