
ছবি সংগৃহীত
সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ভোজ্যতেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সরকার নয়, ব্যবসায়ীরা নিয়েছে। যদিও বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন দাবি করেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী:
-
বোতলজাত সয়াবিন তেল: ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা/লিটার
-
খোলা সয়াবিন তেল: ১৬৯ টাকা থেকে বেড়ে ১৭৭ টাকা/লিটার
-
পাঁচ লিটার বোতল: ৯২০ টাকা থেকে বেড়ে ৯৪৫ টাকা
-
খোলা পাম তেল: ১৫০ টাকা থেকে বেড়ে ১৬৩ টাকা/লিটার
গত মাসে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে তেলের দাম নির্ধারণ নিয়ে টানাপোড়েন দেখা দেয়। ব্যবসায়ীরা ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিলেও সরকার এক টাকায় রাজি হয়। এরপর বাজারে দাম বাড়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে ঘোষণা ছাড়াই।
সর্বশেষ গত এপ্রিল মাসে তেলের দাম বাড়ানো হয়েছিল, আর আগস্টে পাম তেলের দাম কিছুটা কমানো হয়।