রোববার ১৯ অক্টোবর ২০২৫, কার্তিক ৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:০০, ১৯ অক্টোবর ২০২৫

জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম

ছবি সংগৃহীত

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। শনিবার দুপুরে জাতীয় সংসদের এলডি হলে দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সনদে সই করেন।

এ নিয়ে এখন পর্যন্ত ২৫টি রাজনৈতিক দল ও জোট সনদে স্বাক্ষর করেছে। বাকি দলগুলোকেও এতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সুব্রত চৌধুরী বলেন, সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ সংশোধন করে এবং ‘প্রোক্লেমেশন অব ইনডিপেনডেন্স’ বজায় রাখার নিশ্চয়তা পাওয়ার পরই তাঁরা সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত নেন।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, কমিশন ১৫০(২) অনুচ্ছেদ পুরোপুরি বাতিল না করে সপ্তম তফসিল বহাল রেখেছে। এজন্য গণফোরাম কমিশনকে ধন্যবাদ জানিয়েছে।

জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, “এই সনদ সব দলের সম্মিলিত রাজনৈতিক অঙ্গীকারের প্রতীক। যারা এখনো সই করেননি, তাদেরও আহ্বান জানাচ্ছি এতে যোগ দিতে।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়