
ছবি সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে শক্তিশালী ও প্রাসঙ্গিক বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি ভাষণটিকে “দৃঢ় ও প্রাসঙ্গিক” বলে উল্লেখ করে জানান, সংস্কার এজেন্ডা ও জাতীয় ঐক্যের আহ্বান স্পষ্টভাবে উঠে এসেছে সেখানে। ফখরুল বলেন, “গণঅভ্যুত্থানের পর যে শূন্যতা তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটে এই সরকার দায়িত্ব নিয়েছে। অর্থনীতি ও রাজনীতিকে স্থিতিশীল করার চেষ্টাও তাঁর বক্তব্যে প্রতিফলিত হয়েছে।”
বিএনপি মহাসচিব জানান, ইতিহাসে প্রথমবার বিরোধী দলগুলোকে সরকার কাজে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তিনি “বাংলাদেশের জন্য প্রয়োজনীয়” উদ্যোগ বলে অভিহিত করেন।
জামায়াতে ইসলামী অনুপাতিক প্রতিনিধিত্বের দাবির প্রসঙ্গে ফখরুল স্পষ্ট করেন, “নিম্নকক্ষে পিআরের পক্ষে বিএনপি নয়, উচ্চকক্ষ নিয়েও আমরা কথা বলিনি। এসব পরবর্তী আলোচনায় ঠিক হবে।”
এর আগে জাতিসংঘে ভাষণে ড. ইউনূস বলেন, বাংলাদেশ আর স্বৈরশাসনের পথে ফিরবে না, গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম সব দলের ঐকমত্যে এগিয়ে যাবে, এবং নির্বাচনের পরও সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে।