সোমবার ১৩ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিএনপির সাবেক মহাসচিবের পরিবারের কাছে যুবদল পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ৭ অক্টোবর ২০২৫

বিএনপির সাবেক মহাসচিবের পরিবারের কাছে যুবদল পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

ছবি সংগৃহীত

বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের (প্রয়াত) পরিবারের কাছে যুবদল পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও তিন দিন পার হলেও কেউ গ্রেপ্তার হয়নি।

খন্দকার দেলোয়ার হোসেনের পুত্রবধূ তানজিল হামিদ মিতুল জানান, গত শুক্রবার রাতে মগবাজারের বাসায় তাঁর বড় বোন শারমিন ওয়াদুদ নিপাকে জিম্মি করে এক লাখ টাকা চাঁদা দাবি করে চার যুবক। পরে সিটি ব্যাংকের বুথ থেকে ৮০ হাজার টাকা তুলে ও ২০ হাজার টাকার চেক দিয়ে তারা রক্ষা পান।

মিতুল বলেন, ‘ওই রাতে নিপার বাসায় গিয়ে দেখি, চারজন চাঁদার জন্য চাপ দিচ্ছে। একজন কোমর থেকে অস্ত্র বের করে ভয় দেখায়। পরিচয় জানালে উল্টো আরও খারাপ আচরণ করে।’

চাঁদা নেওয়ার সময় তারা নিজেদের হাতিরঝিল থানা যুবদলের নেতা শাওন ও ধর্মবিষয়ক সম্পাদক হাবিব বলে পরিচয় দেন। আরও দুজনের নাম সাজিদ ও সানি। টাকা নেওয়ার পর তারা বাসা ছেড়ে দিতে বলেন এবং না দিলে হত্যার হুমকি দেন।

ভুক্তভোগী পরিবার জানায়, অভিযোগ দেওয়ার পরও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং মামলা হিসেবে ঘটনাটি নথিভুক্ত হয়নি।

হাতিরঝিল থানা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযুক্ত হাবিব যুবদলের পদে আছে, তবে শাওন, সাজিদ ও সানি যুবদলের সক্রিয় সদস্য নয়। তাদের নামে এলাকায় এমন অভিযোগ আগেও ছিল।

এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, “চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও রাজনৈতিক পরিচয় যাচাই করা হচ্ছে। শনাক্তের পর মামলা ও গ্রেপ্তার করা হবে।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়