সোমবার ১৩ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নির্বাচনে আ. লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:৫০, ২৩ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনে আ. লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণের পক্ষে মত দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক এই সময়–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক, যেখানে সব দল অংশ নেবে।” সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয়।

ফখরুল জানান, আওয়ামী লীগ ও তাদের শরিকেরা—এমনকি জাতীয় পার্টিও—নির্বাচনে অংশ নিক, বিএনপি এই চায়। তিনি বলেন, “এ জন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামী দালাল বলছে। কিন্তু শেখ হাসিনার মতো প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে না দেওয়ার ভুল আমরা করব না।”

জামায়াতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জামায়াত ৩০টা আসন চেয়েছে, আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম সংখ্যার প্রস্তাব দিয়েছি, যা তাদের মনঃপূত নয়। আপনাকে আশ্বাস দিচ্ছি, জামায়াতকে আর মাথায় তুলব না।”

ভারতের সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্নে ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতা ও ভৌগোলিক বাস্তবতার কারণে বাংলাদেশের ওপর তাদের প্রভাব থাকবে। তবে ভারতের শাসকরা এতদিন শুধু আওয়ামী লীগকেই বাংলাদেশ মনে করেছে, যা সঠিক নয়। বিএনপি অসাম্প্রদায়িক, মধ্যপন্থী গণতান্ত্রিক দল বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়