
ছবি সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফেরার পরিকল্পনা করছেন। যুক্তরাজ্যভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিএনপি নির্বাচনে জিতবে এবং এককভাবে সরকার গঠন করতে পারবে।
তারেক রহমান সতর্ক করেছেন, পরবর্তী সরকার দুর্বল অর্থনীতি, পোশাক খাতে ক্ষতি এবং ভারতের সঙ্গে সম্পর্কের জটিলতার মুখোমুখি হবে। নতুন বিএনপি সরকার ‘প্রতিশোধের চক্র ভাঙবে’ এবং বিদেশে পাচার করা অর্থ পুনরুদ্ধার করবে।
তিনি জানিয়েছেন, বিএনপি অন্যান্য রাজনৈতিক দল ও নতুন তরুণ রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে মিলে সরকার গঠনে প্রস্তুত। এনসিপি সম্পর্কে বলেন, “তাদের রাজনীতিতে স্বাগত জানাব। তারা তরুণ, ভবিষ্যৎ তাদেরই।”
তারেক রহমানের পরিকল্পনায় বাংলাদেশের অর্থনীতি শুধুমাত্র পোশাক রপ্তানির ওপর নির্ভর করবে না; দেশটি অনলাইন খুচরা বিক্রেতাদের (যেমন আমাজন, ই-বে, আলিবাবা) সরবরাহকেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবে।
সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেছেন, তার বিরুদ্ধে পূর্বে মার্কিন কূটনৈতিক বার্তায় যেসব অভিযোগ ছিল, তা ভুয়া এবং সংশ্লিষ্ট মামলাগুলো প্রত্যাহার হয়েছে।