
ছবি সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাঞ্চিত করার খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের সঙ্গে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “নানা অপপ্রচার চলছে ফখরুল সাহেবকে নিয়ে। কেউ তাকে লাঞ্চিত করেনি। এসব মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) অর্থ লুটপাটকারীদের টাকা দেশে ফেরত আনতে কিংবা বিচার করতে ব্যর্থ হয়েছে। “দুদক এখন অদৃশ্য, অথর্ব সংস্থা হিসেবে কাজ করছে,” বলেন তিনি।
আওয়ামী লীগের ‘দোসরদের’ সঙ্গে বিএনপির কোনো ধরনের আঁতাত নেই উল্লেখ করে রিজভী নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “ষড়যন্ত্র চলছে, তৃণমূল পর্যায়ে দলকে সুসংহত করতে হবে যাতে জনগণ ধানের শীষে ভোট দেয়।”
রিজভী বর্তমান পরিস্থিতিকে “ভয়ংকর ফ্যাসিবাদী দুঃশাসন” হিসেবে উল্লেখ করে বলেন, “বহু ধরনের চক্রান্তের মাস্টারপ্ল্যান চলছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে শহীদদের রক্ত বৃথা না যায়।”