বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫, কার্তিক ১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

এইচএসসি ও সমমানের ফল: বেড়েছে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:১৫, ১৬ অক্টোবর ২০২৫

এইচএসসি ও সমমানের ফল: বেড়েছে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা

ছবি সংগৃহীত

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এ বছর ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

তবে উদ্বেগের বিষয় হলো, ২০২টি কলেজে একজন শিক্ষার্থীও পাস করেনি। গত বছর এই সংখ্যা ছিল ৬৫টি। অর্থাৎ, এবার শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৩৭টি

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির ফলাফল ঘোষণা করেন।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি

চলতি বছরের পরীক্ষা শুরু হয় ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। নির্ধারিত সময়ের কিছুদিন পর স্থগিত পরীক্ষাগুলো সম্পন্ন হয়। রেওয়াজ অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়