
ছবি সংগৃহীত
সিলেটের সুরমা গেট এলাকায় পালিয়ে যাওয়া এক ছেলে-মেয়ের ভিডিও ধারণকারীকেও জনতার ক্ষোভ থেকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনায় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।
আহতদের মধ্যে শাহপরান (রহ.) থানার ওসি মনির হোসেন, এএসআই আব্দুল খালেকসহ পাঁচ পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া আরও ১০ জন আহত হন। পুলিশ এ ঘটনায় আটজনকে আটক করেছে।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের কারণে পালিয়ে যাওয়া ওই দুইজনকে পরিবারের লোকজন আটক করে চড়-থাপ্পড় দিলে ঘটনাস্থলে ভিডিও ধারণ করেন ফয়সল কাদির নামের এক ব্যক্তি। এরপর ক্ষুব্ধ লোকজন তার দোকান ঘেরাও করে। পুলিশ গিয়ে ফয়সল কাদির ও তার ভাইকে উদ্ধার করার সময় জনতা ইটপাটকেল ছুড়ে এবং পুলিশের গাড়িতে হামলা চালায়।