সোমবার ১৩ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে, ট্রাকের চাপায় নিহত তরুণ

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:০১, ৩০ সেপ্টেম্বর ২০২৫

অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে, ট্রাকের চাপায় নিহত তরুণ

ছবি সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে, ট্রাকের চাপায় চাপায় শোভন শুভ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় মামুন ইন্ডাস্ট্রির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শোভন মাগুরার মহম্মদপুর উপজেলার মিজানুর রহমানের ছেলে। তাঁর বাবা ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন। পরিবার নিয়ে তাঁরা শহরের গোয়ালচামট মহল্লায় থাকেন।

করিমপুর হাইওয়ে পুলিশ জানায়, তিন বন্ধু মিলে মোটরসাইকেলে ফরিদপুরে ফিরছিলেন। পথে একটি রিকশা হঠাৎ মহাসড়কে উঠলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। তখন পেছন থেকে আসা ট্রাক শোভনের মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত দুই সঙ্গী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

করিমপুর হাইওয়ে পুলিশের এসআই শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়