সোমবার ১৩ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

চট্টগ্রামে ইসলামী ব্যাংক কর্মকর্তাদের মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৭, ৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ইসলামী ব্যাংক কর্মকর্তাদের মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

ছবি সংগৃহীত

চট্টগ্রামের ফৌজদারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ওএসডি হওয়া কর্মকর্তারা। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেড় ঘণ্টার অবরোধে সিটি গেইট থেকে মাদামবিবির হাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই অবরোধ বেলা পৌনে ১টার দিকে জনদুর্ভোগের কারণে স্থগিত করা হয়।

অবরোধকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম অঞ্চলে প্রায় ৪০০ কর্মকর্তা অন্যায়ভাবে চাকরিচ্যুত এবং আরও - হাজার কর্মকর্তা ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এর ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন।

অবরোধ শেষে চাকরিচ্যুত কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তারা প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। আগামীকাল রোববার থেকে তারা কর্মবিরতি শুরু করবেন।

ইসলামী ব্যাংকে ২০১৭ সালের পর নিয়োগ পাওয়া কর্মকর্তাদের নিয়ে গত ২৭ সেপ্টেম্বর বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষা হয়। হাজার ৩৮৫ জনের মধ্যে মাত্র ৪১৪ জন অংশ নেন। বাকিদের ওএসডি করা হয়, আর পরীক্ষার বিরোধিতার অভিযোগে দুই দফায় ৪০০ কর্মকর্তা চাকরিচ্যুত হন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়