সোমবার ২৭ অক্টোবর ২০২৫, কার্তিক ১২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষে ভাঙচুর–অগ্নিসংযোগ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ২৭ অক্টোবর ২০২৫

সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষে ভাঙচুর–অগ্নিসংযোগ

ছবি সংগৃহীত

সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিটি ইউনিভার্সিটিতে ব্যাপক ভাঙচুর, লুটপাট অগ্নিসংযোগ হয়।

রবিবার রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বর্তমানে সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সন্ধ্যায় সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুথু ফেললে তা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। ঘটনাকে কেন্দ্র করে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিলের এক হোস্টেলে হামলা চালায়।

ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে ড্যাফোডিলের শিক্ষার্থীদের মধ্যে। পরে তারা পাল্টা জড়ো হয়ে সিটি ইউনিভার্সিটির ভবনে হামলা চালায়। এতে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় তিনটি বাস দুটি প্রাইভেটকার।

সংঘর্ষে উভয় বিশ্ববিদ্যালয়ের অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় চার ঘণ্টা সংঘর্ষ চললেও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে।

সাভার মডেল থানার ডিউটি অফিসার হাবিবুর রহমান জানান, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়