রোববার ২৬ অক্টোবর ২০২৫, কার্তিক ১১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

টেস্ট অধিনায়ক হতে রাজি নন শান্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৪০, ২৬ অক্টোবর ২০২৫

টেস্ট অধিনায়ক হতে রাজি নন শান্ত

ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট দলের নেতৃত্বে ফেরার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

গত জুনে বিসিবি শান্তকে হঠাৎ ওয়ানডে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেয়। এরপর তিনি টেস্টের নেতৃত্বও ছেড়ে দেন। সেই পদ এখনো শূন্য। বোর্ড চেয়েছিল শান্তকে আবারও দায়িত্বে ফেরাতে, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন।

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, “শান্ত জানিয়ে দিয়েছে, সে এখন দলকে নেতৃত্ব দিতে আগ্রহী নয়।

বোর্ড এখন নতুন টেস্ট অধিনায়ক খুঁজছে। তালিকার শীর্ষে আছেন লিটন দাস, যিনি বর্তমানে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সম্মতির অপেক্ষায় আছে বিসিবি।

ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকেও বিবেচনা করা হলেও তাঁর পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় টেস্টের নেতৃত্বে আসার সম্ভাবনা কম।

বিকল্প হিসেবে তাইজুল ইসলাম সাবেক অধিনায়ক মুমিনুল হককে ভাবা হচ্ছে। তাইজুল প্রকাশ্যে জানিয়েছেন, তিনি টেস্টে নেতৃত্ব দিতে আগ্রহী। মুমিনুলও জানিয়েছেন, বোর্ড চাইলে দায়িত্ব পুনর্বিবেচনা করবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়