বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫, কার্তিক ৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

তদবিরে মিলবে না বিএনপির মনোনয়ন

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭, ২২ অক্টোবর ২০২৫

তদবিরে মিলবে না বিএনপির মনোনয়ন

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি প্রার্থী বাছাইয়ে কঠোর অবস্থান নিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এবার তদবির বা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে মনোনয়ন পাওয়া যাবে না। বরং এমন তদবিরের প্রমাণ মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন, মনোনয়ন শুধুমাত্র যোগ্যতা ও রাজনৈতিক ভূমিকার ভিত্তিতেই দেওয়া হবে। গত ১৬ বছরের আন্দোলনে রাজপথের ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা—এসব মানদণ্ড বিবেচনা করা হবে প্রার্থী নির্বাচনে।

সূত্র জানায়, কিছু সিনিয়র নেতা আত্মীয়-স্বজনের জন্য তদবির করলেও হাইকমান্ড তাতে সাড়া দিচ্ছে না। তারা বলছেন, “যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ না হলে কেউ মনোনয়ন পাবেন না।”

মনোনয়নপ্রত্যাশীদের অতীত রাজনৈতিক কার্যক্রম, মাঠের ভূমিকা ও স্থানীয় পর্যায়ের মূল্যায়ন যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা তৈরি করবে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন বোর্ড।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়