
ছবি সংগৃহীত
এখন থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে কমপক্ষে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার রাজধানীর সড়ক ও জনপথ অধিদপ্তরের অডিটরিয়ামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’।
উপদেষ্টা বলেন, “চালকদের দক্ষতা বাড়াতে এবং সড়ক দুর্ঘটনা কমাতে এই প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।”
তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হচ্ছে। এই তহবিল থেকে দুর্ঘটনায় নিহতের পরিবার সর্বোচ্চ ৫ লাখ টাকা, স্থায়ীভাবে পঙ্গু ব্যক্তিকে ৩ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।
সভায় স্বরাষ্ট্র উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী বলেন, “দুর্ঘটনা এড়াতে ড্রাইভিং স্কুলের কোনো বিকল্প নেই। সঠিক প্রশিক্ষণ ছাড়া কাউকে স্টিয়ারিংয়ে না বসালে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যাবে।”
২০১৭ সাল থেকে প্রতি বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হচ্ছে।