বুধবার ২২ অক্টোবর ২০২৫, কার্তিক ৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ২২ অক্টোবর ২০২৫

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

ছবি সংগৃহীত

গুম, অপহরণ, নির্যাতন, খুন এবং জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার সকালে বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল- এই আদেশ দেন। অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

একই সঙ্গে পলাতক আসামিদের, যার মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁদের হাজিরের জন্য সাত দিনের মধ্যে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

সকাল সোয়া ৭টার দিকে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানির সময় কাকরাইল, পল্টন মৎস্য ভবন এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার ছিল।

জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা এবং দুটি গুমের মামলায় মোট ৩২ জনকে অভিযুক্ত করা হয়েছে, তাঁদের মধ্যে আছেন ২৫ বর্তমান সাবেক সেনা কর্মকর্তা।

অক্টোবর অভিযোগপত্র গ্রহণের পর ট্রাইব্যুনাল তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গুমের দুই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়