রোববার ২৬ অক্টোবর ২০২৫, কার্তিক ১১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সীমান্ত বন্ধে পাকিস্তানে টমেটোর কেজি ৬০০ রুপি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১০, ২৬ অক্টোবর ২০২৫

সীমান্ত বন্ধে পাকিস্তানে টমেটোর কেজি ৬০০ রুপি

ছবি সংগৃহীত

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে বাণিজ্য বন্ধ থাকায় পাকিস্তানে সবজির দাম রেকর্ড পরিমাণে বেড়েছে। এক কেজি টমেটোর দাম পৌঁছেছে ৬০০ রুপিতে।

চলতি মাসের শুরুতে চার দিনব্যাপী সংঘাতে আফগান বাহিনীর প্রায় ২০০ সদস্য ও পাকিস্তানের ২৩ সেনা নিহত হওয়ার পর তোরখাম ও চমন সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয় পাকিস্তান। এতে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

তোরখাম সীমান্ত দিয়ে প্রতিদিন শত শত ট্রাক টমেটো, শাকসবজি, খাদ্যপণ্য ও খনিজ পদার্থ আসত। এখন সেই পথ বন্ধ থাকায় বাজারে ঘাটতি তৈরি হয়েছে এবং দাম কয়েকগুণ বেড়ে গেছে। সরকারি হিসাব অনুযায়ী, টমেটোর দাম ৪০০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে সীমান্তের দুই পাশে আটকা রয়েছে পাঁচ হাজারেরও বেশি ট্রাক। বাণিজ্য স্থবির হয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা উভয়ই।

সংকট সামাল দিতে পাকিস্তান ইরান থেকে সবজি আমদানি শুরু করেছে। ব্যবসায়ীরা আশা করছেন, এতে বাজারে কিছুটা স্থিতি ফিরবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়