সোমবার ২৭ অক্টোবর ২০২৫, কার্তিক ১২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

অনলাইনে রিটার্ন জমা এখন আরও সহজ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ২৭ অক্টোবর ২০২৫

অনলাইনে রিটার্ন জমা এখন আরও সহজ

ছবি সংগৃহীত

এখন থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে কোনো কাগজপত্র বা দলিল আপলোড করতে হবে না—শুধু প্রয়োজনীয় তথ্য দিলেই রিটার্ন দাখিল করা যাবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, এই পরিবর্তনের ফলে করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ হয়েছে।

চলতি অর্থবছর (২০২৫–২৬) থেকে কিছু ব্যতিক্রম ছাড়া সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। সময়সীমা ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। এনবিআর সূত্রে জানা গেছে, ইতিমধ্যে সাড়ে আট লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।

রিটার্নে ব্যবহৃত দলিল করদাতাদের নিজের কাছে রাখতে হবে, প্রয়োজনে কর কর্মকর্তারা নিরীক্ষার সময় তা চাইতে পারেন।

প্রয়োজন হতে পারে বেতন ও সুদের সনদ, ভাড়ার চুক্তিপত্র, পৌরকর রসিদ, মূলধনি সম্পদ ক্রয়-বিক্রয়ের দলিল, উৎসে কর কাটার সার্টিফিকেট, এবং বিনিয়োগ সংক্রান্ত প্রমাণপত্র—যেমন জীবন বিমার প্রিমিয়াম রসিদ, ডিপিএস বা সঞ্চয়পত্রের দলিল।

রিটার্ন দাখিল করতে হবে এনবিআরের ওয়েবসাইটে etaxnbr.gov.bd

ঠিকানায়। টিআইএন নম্বর ও নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করা যাবে। রিটার্ন জমা দিলে স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তি রসিদ পাওয়া যাবে।

কর পরিশোধ করা যাবে ব্যাংক ট্রান্সফার, কার্ড, বা বিকাশ–রকেট–নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে। অনলাইনে কোনো সমস্যা হলে এনবিআরের কল সেন্টার থেকে সহায়তা পাওয়া যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়