ছবি সংগৃহীত
জামালপুরে কাভার্ড ভ্যানের চাপায় একটি ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রাশেদ মিয়া, কৃষক চান মিয়া, সরকারি আশেক মাহমুদ কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আরিফা খাতুন এবং এখনো পরিচয় না পাওয়া এক নারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে মধুপুরগামী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই রাশেদ মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে মারা যান আরও তিনজন।
দুর্ঘটনায় আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
জামালপুর থানার ওসি নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার তদন্ত চলছে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।































