
ছবি সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে চূড়ান্ত যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ১৩ নভেম্বর রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এ বৃহস্পতিবার যুক্তিতর্ক শেষ হয়। প্রসিকিউশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড দাবি করেন। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তি উপস্থাপন করেন।
এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও আসামি ছিলেন। তবে তিনি দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।
৫৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ৮ অক্টোবর যুক্তিতর্ক শুরু হয়। গত ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের পর মামলার বিচার শুরু হয়। প্রসিকিউশন শেখ হাসিনার সরকার আমলে গুম, খুনসহ বিভিন্ন ঘটনার তথ্য তুলে ধরে।
মামলায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠা রয়েছে, যার মধ্যে তথ্যসূত্র, জব্দতালিকা ও শহীদদের তালিকা অন্তর্ভুক্ত।