
ছবি সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নামে তারা। ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান দলকে এনে দিয়েছেন শতরানের জুটি।
১৬ ওভার শেষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে তুলেছে ১০৯ রান। সৌম্য ৫২ বলে ৫৪ রানে ব্যাট করছেন, মেরেছেন পাঁচটি চার ও দুটি ছক্কা। সাইফ ৪৪ বলে ৫২ রান করে সঙ্গ দিচ্ছেন, তার ব্যাটে এসেছে চারটি চার ও চারটি ছক্কা।
এর আগে গত বছরের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ৫০ রানের ওপেনিং জুটি গড়েছিল বাংলাদেশ।
সিরিজ নির্ধারণী এই ম্যাচে দুই দলই আগের একাদশ অপরিবর্তিত রেখেছে। বাংলাদেশ দলে চার স্পিনার ও এক পেসার, ওয়েস্ট ইন্ডিজের একাদশেও চার স্পিনার আছে।
প্রথম ম্যাচে ২০৭ রান করেও সহজ জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শেষ বলে ক্যাচ ফেলে ম্যাচ টাই করে, পরে সুপার ওভারে ১ রানে হারে তারা।