শনিবার ২৫ অক্টোবর ২০২৫, কার্তিক ১০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিমানবন্দরের অগ্নিকাণ্ডে তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ দল

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:১৮, ২৫ অক্টোবর ২০২৫

বিমানবন্দরের অগ্নিকাণ্ডে তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ দল

ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় অস্ট্রেলিয়া, চীন, ইংল্যান্ড ও তুরস্কের বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার সকালে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে তিনি জানান, আগুন লাগার কারণ ও দায়ীদের চিহ্নিত করতে এই আন্তর্জাতিক তদন্ত দল কাজ করবে।

তিনি বলেন, ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছে যথাসাধ্য চেষ্টা করেছে। কার্গো ভিলেজে দাহ্য পদার্থ ও গার্মেন্টস পণ্য বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগে। তবে সেদিন রাত ৯টার পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বিমানবন্দরে ই-গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, পাশাপাশি ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ ও হয়রানি রোধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়