ছবি সংগৃহীত
বিশ্ব ফুটবলে র্যাংকিংয়ে ছোট হলেও বড় সুখবর পেল বাংলাদেশ। ফিফার হালনাগাদ তালিকায় এক ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠেছে জামাল-হামজারা।
হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেই এই অগ্রগতি। র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের মাঠে এমন ফলই এনে দিয়েছে মূল্যবান রেটিং পয়েন্ট। সেপ্টেম্বরে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৪তম।
আগামী মাসে ভারত ও সম্ভাব্য আরেকটি প্রীতি ম্যাচের ফলের ওপর নির্ভর করছে আরও উন্নতির সুযোগ।
এদিকে, ফিফার নতুন র্যাংকিংয়ে শীর্ষে স্পেন, দ্বিতীয় স্থানে উঠেছে আর্জেন্টিনা, তৃতীয় ফ্রান্স। এশিয়ায় জাপান আছে ১৯তম স্থানে। ভারত নেমে গেছে ১৩৬তম, হংকং ১৪৬তম, আর সিঙ্গাপুর উঠে এসেছে ১৫৫তম স্থানে।































